যশোরে আরো ১১ জনের করোনা শনাক্ত

0
355

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোরেে ১১টি নমুনা পজেটিভ বলে ফল দিয়েছে।
বৃহস্পতিবার এই ল্যাবে যশোর জেলার মোট ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ শুক্রবার সকালে এগুলোর ফলাফল প্রকাশ করা হয়। যার মধ্য ১১টি নমুনা পজেটিভ পাওয়া গেছে৷
যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. নিগার সুলতানা জানান, বৃহস্পতিবার পরীক্ষিত নমুনাগুলো মধ্যে যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টি, পজেটিভ ফল দেয়।
নমুনা পরীক্ষার ফলাফল যশোর জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলার পজেটিভ হিসেবে শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে সদর উপজেলার চারটি, অভয়নগরের চারটি, শার্শার দুটি এবং ঝিকরগাছার একটি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here