১৭ জন সাংবাদিক পেল কেশবপুর প্রেসকাবের সদস্য পদ

0
461

উদয় সিংহ,কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর প্রেসকাবে নতুন ১৭ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়েছে। দু’দফায় তাদের আবেদনের ভিত্তিতে নির্বাহী কমিটির সিদ্ধ্যান্ত মোতাবেক সদস্য পদ দেয়া হয়। প্রথম দফায় ৫ জন এবং দ্বিতীয় দফায় ১২ জনকে সদস্য করা হয়েছে। গত ১ মার্চ কার্যনির্বাহী কমিটির সভায় তাইফুর রহমান (দৈনিক যশোর), আব্দুল্লাহ আল ফুয়াদ (গ্রামের কাগজ), আয়ুব খান (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল করিম (দৈনিক তৃতীয়মাত্রা), সোহেল পারভেজ (দৈনিক নওয়াপাড়া) এবং শুক্রবার (১২ জুন) কার্যনির্বাহী কমিটির সভায় দ্বিতীয় দফায় রমেশ চন্দ্র দত্ত (দৈনিক দেশ সংযোগ), কামরুজ্জামান রাজু (দৈনিক আলোকিত সকাল), মিলন কুমার দে (দৈনিক স্পন্দন), পরেশ চন্দ্র দেবনাথ (দৈনিক গ্রামের কাগজ ), শহিদুল ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), উদয় শংকর সিংহ (দৈনিক যশোর), মেহেদী হাসান জাহিদ (দৈনিক সময়ের খবর),সুশান্ত কুমার মল্লিক (দৈনিক বাংলার দূত), আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), মাহবুবুর রহমান (দৈনিক দিনকাল), অলিয়ার রহমান (দৈনিক প্রতিবাদী কন্ঠ), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আলোকিত সকাল) কে নতুন সদস্য পদ প্রদান করা হয়েছে। কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন জানান,বলেন, কেশবপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার ১৭ জন সাংবাদিককে কেশবপুর প্রেসকাবে সদস্য পদ প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here