শৈলকুপায় গ্রামবাসির ধাওয়ায় পালিয়ে গেল ডাকাত দল

0
349

শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহঃ মধ্যরাতে বাসায় কড়া নাড়িয়ে প্রবেশ করে ডাকাত দল। অভিভাবকদের বেঁধে রেখে ও তাদের দুধের বাচ্চার গলায় ছুরি ধরে মালামাল নিয়ে চম্পট দেয়। ততক্ষনে এলাকাবাসীর ঠিক পেয়ে ধাওয়া করলে পালিয়ে যায় ডাকাত দল। বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুলালপুর গ্রামে মৃত শামসুদ্দিনের বাড়িতে প্রবেশ করে। সেখানে ডাকাতি শেষ করে রেজাউল ইসলাম নামে অপর একজনের বাড়িতে ডাকাতি করে। ডাকাত দল লিওন নামে আরো একজনের বাড়িতে ডাকাতির প্রস্ততি নিলে লিওন ফোন করে গ্রামবাসিদের বিষয়টি জানায়। পরে এলাকাবাসীর চিৎকারে ডাকাত পালিয়ে যায়। লিয়ন বলেন, তার দুই চাচার বাসা থেকে স্বর্ণাংঙ্কার, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকার নগদ টাকা হাতিয়ে নিয়েছে। শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম জানান, উপজেলার দুলালপুর গ্রামের ঘটনা আমি শুনে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here