চৌগাছার কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্যরতœকে নিয়ে লেখা বই ’নিভৃতচারী’ খুব দ্রুত সময়ে মোড়ক উন্মোচন

0
340

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছার গর্ব কবি ও সাংবাদিক মরহুমএম আহমদ আলী সাহিত্যরতœকে নিয়ে বই প্রকাশ হয়েছে।
’নিভৃতচারী’ নামের বইটি সম্পাদনা করেছেন প্রায়ত কবি ওসাংবাদিক এম আহমদ আলী সাহিত্যরতেœর পুতাছেলে চৌগাছা
রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও যশোর থেকে প্রকাশিকদৈনক যশোর পত্রিকার চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ।কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্যরতœ ১৯০৫ সালে যশোরের
চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারেজন্ম গ্রহন করেন। পিতা জনাব মুন্সি কফিল উদ্দিন আর মাতা মোসাম্মৎনবিছন নেছা। এম আহমদ আলী সাহিত্যরতœ এমন এক সময়ে এইপৃথিবীতে এসেছিলেন, সে সময়ে এই অঞ্চলের মানুষের মাঝে সভ্যতারকোন বালাই ছিল না বললেই চলে। অশিক্ষা, কুশিক্ষায় হাবুডুবু খাচ্ছিলমানুষ। মাত্র ৮৬ বছর জীবনদশায় বহুমুখি কর্ম করে তিনি মানুষের মাঝেআজও বেঁচে আছেন। সমাজে অন্ধকারে থাকা মানুষ গুলোকে আলোর পথেনেয়ায় ছিল তার একমাত্র লক্ষ। এম আহমদ আলী সাহিত্যরতœ একাধারেকবি, সাহিত্যিক, সাংবাদিক, কর্মবীর, সমাজ সংস্কারক, বলিষ্ঠস্বাধীনতাকামী, শিক্ষক, ধর্মপ্রচারক, চিকিৎসক, মসজিদের ইমাম,কাজী, ওস্তাদজী ছিলেন। তিনি ১৯৯১ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।প্রায় ৩০ বছর পর তারই পুতাছেলে সাংবাদিক এম হাসান মাহমুদেরসম্পাদনায় দেশ বরেন্য লেখক, সাংবাদিক, কবিদের লেখা সম্বলিত বইটিপ্রকাশ করেছেন। বইটিতে ওই মহান ব্যক্তির জীবনি নিয়ে চমৎকার সবলেখা আছে বলে জানান সম্পাদক। বইটির প্রকাশক আহসান আল আজাদ,বাংলার প্রকাশন, ক্ষণিকা, ৫৮৪, (৬ষ্ঠ তলা) পশ্চিম নাখালপাড়া, তেজগাঁওঢাকা-১২১৫ থেকে প্রকাশিত। চলতি বছরের অমর একুশে বই মেলাতেবইটি পাওয়ার কথা থাকলেও কিছু ত্রুটির কারনে সেটি কিছুটা
বিলম্বে প্রকাশ পেয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে বইটির আনুষ্ঠানিকমোড়ক উন্মোচন হবে। বর্তমানে চৌগাছা সোনালী ব্যাংকের
সামনে এম আহমদ আলী সাহিত্যরতœ ও সাংস্কৃতিক পরিষদে বইটিপাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সম্পাদক এম হাসান মাহমুদ।
মুঠোফোন ০১৯১৫৮৩১১৮৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here