শিমুল ইসলাম, রূপদিয়া(যশোর)প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলার কচুয়া নন্দীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রিনি বেগম(২২) রবিবার সকাল ১১টার দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে। রিনি বেগম যশোর অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। ২০১৭ সালে কচুয়া গ্রামের ঈমান আলী গোলদারের ছোট ছেলে মো: বিল্লাল হোসেন(৩০) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে পারিবরিক কলহ চলছিল বলে অভিযোগ করেন পিতা তরিকুল ইসলাম। সে জানান মেয়ের শাশুড়ী, শশুর, ভাশুর ও ননদ প্রতিনিয়ত আমার মেয়ের সাথে ঝগড়া বিবাদ করতো। আমার মেয়ে ওখানে সংসার করতে চাইতো না। আমরা কয়েকবার এ নিয়ে মেয়ের শশুর বাড়িতে দেন দরবার করেছি এবং মেয়েকে বুঝিয়ে সুজিয়ে রেখে এসেছি। মেয়ের বাবা আরো বলেন তার মেয়ে কয়েকবার তাকে বলেছে তার স্বামীর পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে এতে যত টাকা লাগে লাগুক বলে হুমকি দিয়েছে। কিন্ত আমরা তার কোন কথায় গুরুত্ব দেয়নি কারন তার সংসারে কথা ও ছোট মেয়েটির কথা চিন্তা করে সংসার জুড়িয়ে রাখার চেষ্ঠা করেছি। কিন্ত অবশেষে সেই কথাটিই সত্য হলো বলে কাঁদতে থাকে পিতা তরিকুল ইসলাম। অপর দিকে মেয়ের স্বামী বলে অন্য কথা সে বলে তার স্ত্রী রিনি তাকে পছন্দ করত না। কারন তার পূর্বে অন্য কারো সঙ্গে প্রেমজ সম্পর্ক রয়েছে। সে তাকে ভূলতে পারিনি। এসব নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো আমাদের মধ্যে। সে কারণে সে আত্বহত্যা করেছে। কিন্ত পাড়া প্রতিবেশিদের মাঝে গুঞ্জুন এটি কি পরিকল্পিক হত্যা নাকি আত্বহত্যা। আত্বহত্যাকারী রিমি দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে। এ সংবাদ পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই গোলাম মোর্তজা রিনির ঝুলন্ত লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেণ। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতির কাজ চলছে বলে জানাযায়।
যশোরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট আটক সাত
যশোর অফিস : যশোরে পুলিশের যৌথ বাহিনীর“অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের...
দামুড়হুায় ১ জনকে কুপিয়ে হত্যা
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার বদনপুরে এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।। তার মাথায় ধারালো অস্ত্রের কোপের চিন্হ রয়েছে।
...
যশোরে গড়াই পরিবহনকে ওভারটেক করতে যেয়ে হেলপারকে ট্রাকের চাপা পা বিচ্ছিন্ন
যশোর অফিস : যশোরের রাজারহাটে গড়াই পরিবহনকে ওভারটেক করতে যেয়ে হেলপারকে চাপা দিয়ে সটকে পরেছে একটি ট্রাক। ট্রাকের চাপায় গড়াই পরিবহনের হেলপার রাহুলের পা...
বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে চাদাবাজি দুর্নীতি দুর করতে হবে ...
যশোর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে চঁাদাবাজি দুর্নীতি দুর করতে...
হৈবতপুর ও আব্দুলপুরের ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালেন অমিত, আপনাদের প্রতি যারা এই জুলুম চালিয়েছে...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : আপনাদের সাথে যা হয়েছে তা আইয়ামে জাহেলিয়া
যুগের ববর্রতাকেও হার মানিয়েছে। আপনাদের শান্তনা
দেওয়ার ভাষা আমার জানা নেই। সকালে স্কুলে যাবে এমন...