করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের পাশে নবচেতনা

0
314

নবচেতনা সামাজিক ম্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের কোভিড ১৯ কার্যক্রমের মধ্যে নতুন যোগ হলো ” অভয় ” ক্যাম্পেইন। কার্যক্রমের আওতায় নবচেতনার মানবিক যোদ্ধারা যশোরের অতি প্রাচীন স্বেচ্ছাসেবী সেবামূলক ফাতিমা হাসপাতালের চিকিৎসা সেবা কাজে জড়িতদের নিরাপত্তার জন্য তুলে দিল ৩২ টি ফেস সেইল্ড এবং ২ প্যাকেট ৫ লেয়ার বিশিষ্ট চায়না কেএম ৯৫ মাস্কসহ বিভিন্ন সুরা সামগ্রী। সুরা সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক, প্রেসকাব যশোর , নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মুনির সংগঠনের প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী , হুমায়ুন করিব লিমন, যুগ্ম সম্পাদক এবং । প্রধান অতিথি ফাতিমা হাসপাতালের দায়িত্বরত সিস্টার এন্রিকার হাতে বিনামূল্যে সকল নিরাপত্তা উপহার সামগ্রী তুলে দেন। নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মুনির বলেন বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে, যে জন্য এই মুহূর্তে প্রথম সারির যোদ্ধাদের নিরাপত্তা সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ। তিনি নবচেতনার ” অভয় ” কার্যক্রমে সকলকে নবচেতনার পাশে থাকার অনুরোধ জানান এবং তিনি আরো জানান ,নবচেতনা এই মানবিক যুদ্ধে যশোরের হাসপাতাল, কিনিক ,সাংবাদকর্মী এবং প্রশাসনের পাশে সাধ্যমত বন্ধু হয়ে থাাকার চেষ্টা অব্যহত রাখবে। নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী বলেন, নবচেতনা হল সত্য ও সুন্দরের আলো, এ আলো নিয়েই কোবিড ১৯ মানবিক যুদ্ধে দেশ ও মানুষের পাশে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here