নিজস্ব প্রতিবেদক : যশোর বেনাপোলের রাজগঞ্জ গ্রামের শরিফুল ইসলাম হত্যা মামলায় আটক অসিম আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। অসিম আলী অভয়বাস গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ জুন রাত ৮টার দিকে শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের তাজমীর। রাতে শরিফুল বাড়ি না ফেরায় খোঁজাখুজি তাকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। ১০ জুন স্থানীদের সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলোট গ্রামের ৯৮ নম্বর পিলারের কাছে ইছামতি নদীর পূর্বপাশে ভাসমান অবস্থায় শরিফুলের লাশ উদ্ধার করা হয়। হত্যাকারী শরিফুলকে বিবস্ত্র ও পেট ফেড়ে লাশ পানিতে ভাসিয়ে দেয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী মদিনা বেগম বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকালে হত্যার সাথে জড়িত সন্দেহে অসিম আলীকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।