মশিয়াহাটী বাজারে দুই মটরসাইকেল চোর চক্রের হোতাকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে দিল জনতা

0
289

আব্দুল কুদ্দুস/ এইচ এম বাবুল আক্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ যশোর মণিরামপুর উপজেলা কুলটিয়া ইউনয়নের মশিয়াহাটী বাজারের দুই মটরসাই চোরকে হাতে নাতে ধরে গণধোালাই দিয়ে পুলিশের হাতে দিয়েছে। ২১শে জুন বিকাল ৫ টার দিকে মণিরামপুর উপজেলা কুলটিয়া ইউনয়নের মশিয়াহাটী বাজারে এ ঘটনা ঘটে। নেহালপুর ফাঁড়ির ইনচার্জ সৈয়েদ বকতিয়ার আলী সাংবাদিকদের জানান রবিবার বিকেলে এই মহামারি করোনার মধ্যে হট্টগোলের খবর পেয়ে আমি এ এস আই আব্দুল করিমসহ কয়েকজন পুলিশ ফোর্স নিয়ে যাই গিয়ে দেখি দুই মটর সাইকেল চোরকে আটক করেছে এলাকাবাসী পরে মটরসাইকেল সহ দুই চোরকে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করে নিয়ে আসি। আটক হওয়া দুইজন হলেন গাড়াখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে আক্তার হোসেন (৩৯) অন্যজন হলেন পার করফা গ্রামের মতিয়ারের ছেলে নুরুল ইসলাম (২৮) পরে এদেরকে মণিরামপুর থানার নিকট হস্তান্তর করা হয়। নেহালপুর ফাঁড়ির ইনচার্জ সৈয়েদ বকতিয়ার আলী আরও জানান রবিবার বিকেলে মশিয়াহাটী বাজারে উত্তম মাষ্টারের যশোর হ-১৭১২৭৯ মটর সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করে এলাকা বাসী। এ নিয়ে মণিরামাপুর থানায একটি মামলা হয়েছে যার নন্বর ১৬ তারিখ ২১/০৬/২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here