চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার বিশিষ্ট আলেম সিংহঝুলি আলিম মাদরাসার সাবেকঅধ্যক্ষ মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৪ সালের২৪ জুন তিনি ইন্তেকাল করেন।তিনি মহেশপুরের শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়েরইসলামিয়াত বিষয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এরপরচৌগাছার সিংহঝুলি আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার হিসেবেদায়িত্ব পালন করেন। চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবেও তিনি
সুখ্যাতি অর্জন করেন।ছাত্র জীবনে তিনি মাদরাসা ছাত্রদের সংগঠন জমিয়তে তালাবায়েআরাবিয়ার কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালনকরেন। চৌগাছা এলাহি বক্স হাফেজিয়া মাদরাসা, চৌগাছা পাবলিকলাইব্রেরিসহ অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রতষ্ঠাতা।চৌগাছা শহরের নাজ লাইব্রেরির কর্ণধর এই আলেম সে সময়েচৌগাছার অর্ধশতাধিক স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠার সময়ে বিভিন্নসহযোগিতা দিয়ে স্মরণীয় হয়ে আছেন। তিনি চৌগাছার সাংবাদিক
আজিজুর রহমানের বাবা।মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলেরআয়োজন করা হয়েছে বলে মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েপিএইচডি গবেষণারত মরহুমের ছেলে হামিদুর রহমান ও ইসলামী ব্যাংক বেনাপোল শাখার কর্মকর্তা শামসুর রহমান জানিয়েছেন।