শার্শায় এক এসআই সহ দুইজন করোনায় আক্রান্ত, উপজেলায় মোট আক্রান্ত ৩৬

0
380

জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা থানার একজন এসআই ও একজন ছাত্রলীগ নেতার দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ জন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুই জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তদের একজন শার্শা থানার উপ-পরিদর্শক, থাকেন থানা অভ্যন্তরে ও অন্যজন নাভারন কলেজ ছাত্রলীগ নেতা। তার বাড়ি নাভারনের কাজিরবেড় গ্রামে। এই গ্রামটি ইতোমধ্যে রেড জোন ঘোষিত হয়েছে।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ডা: ইউসুফ আলী। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬জন। এর মধ্যে ১৯ জন চিকিৎসাধীন আছেন এবং ১৭জন সুস্থ্য হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here