নড়াইলের পল্লীতে দীপক সরকারের গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!!

0
306

(নড়াইল জেলা) প্রতিনিধি।। নড়াইলের পল্লীতে দীপক সরকারের গাছের সঙ্গে এ কেমন শত্রুতা তিনশ ফলজ গাছ কেটে সাবাড়। নড়াইলের পল্লীতে মঙ্গলবার (২৩ জুন) দিনগত গভির রাতে শত্রু তাবশত দু’লক্ষ টাকা মূল্যমানের তিনশতাধিক ফলজ গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে জেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামে।ফলজ গাছ কেটে ফেলায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন বাগানের মালিক দীপক কুমার
সরকার। ক্ষতিগ্রস্ত বাগান মালিক দীপক কুমার সরকার জানান, ঈশানগাতি মৌজায় ৪৫ শতক
জমিতে তিনি ফলজ বাগান গোড়ে তোলেন।এ বাগানে রয়েছে পেঁপে, কলা, আমড়া,
সুপারীসহ বিভিন্ন প্রকার ফলের গাছ।প্রতি বছর এ বাগানে উৎপাদিত বিভিন্ন
প্রকার ফল বিক্রি করে কয়েক হাজার টাকা আয় করে থাকেন।গাছগুলি কেটে ফেলায়
অনেকটা নি:স্ব হয়ে পড়লেন তিনি।বুধবার সকালে বাগানে গিয়ে দেখেন বাগানের
ফলজ গাছগুলো শত্রæতাবশত কে বা কারা কেটে ফেলেছে।ঘটনার সঙ্গে জড়িতদের আটকে
তিনি আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here