নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলার লোহগড়া থানার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের ৩খুনের পৃথক ২টি মামলার ৭২জন আসামি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে লোহাগড়া থানায় আত্মসমর্পণ করেছে।
সকল আসামিদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরন করেছে। সোমবার ২২জুন মামলার ১নারিসহ ৭২জন আসামি সেচ্ছায় লোহগড়া থানায় আত্নসমর্পন করে। পরে আসামিদের পুলিশের পাহারায় নড়াইল আদালতের মাধ্যমে হাজতে প্রেরন করা হয়।
লোহগড়া থানার ১২তারিখ দাখিলকৃত মাামলা নং ১২, এ মামলায় ৭৭জন আসামির মধ্যে হাজির হয়-২৬ জন।
অপর মামলা ১৪তারিখে দাখিলকৃত মামলাা নং ১৪ মোট আসামি ৮৯ জন হাজির হয়েছে ৪৬ জন আসামি। মোট ১জন৷ নাারিসহ ৭২ জন আসামি সেচ্ছায় থানায় আত্মসমর্পণ করলো। উল্লেখ্য যে-গত ১০জুন গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্রকরে এলাকায় বিদমান ২পক্ষের দাঙ্গায় একই পক্ষের ৩জন খুনহয়। এঘটনায় লোহগড়া থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের হয়।