মহেশপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে মহিলাকে মারপিট, থানায় অভিযোগ দায়ের

0
298

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে এক অসহায় মহিলাকে মারপিট, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে ঐ গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী মেহেরুননেছা(৪৮)কে একই গ্রামের মৃত সিদ্দিকের ছেলে তৌহিদ, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ও সালামের স্ত্রী হালিমা বেগম মেহেরুননেছাকে মাঠে একাকি বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতরভাবে আহত হয়। আহত মেহেরুননেছা জানায়, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ধারালো কাচি দিয়ে কোপ মেরে তার ডান হাত রক্তাক্ত জখম করে। সে আরো জনায়, তিনি একজন দরিদ্র মহিলা স্বামী মারা যাওয়ায় কারণে অনেক কষ্টে তাকে সংসার চালাতে হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকালে তিনি মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here