যশোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি

0
244

মালেক্জ্জুামান কাকা, যশোর : যশোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের পদত্যাগ ও প্রস্তাবিত বাজেটে অনার্স-মাস্টার্স শাখা এমপিওভুক্তিকরণের দাবি জানিয়ে শিকরা সংবাদ সম্মেলন করেছে। বুধবার প্রেসকাব যশোরে জেলা বেসরকারি অনার্স-মাস্টার্স শিক ফোরামের সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক তরিকুল ইসলাম এ দাবি করেন। দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-রশিদ উচ্চশিাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। সেই কারণে তিনি অনার্স-মাস্টার্স শিকদের এমপিওভিুক্তি করার বিপে অবস্থান নিয়েছেন। তাঁর মূল ল্য হলো উচ্চশিা নিয়ে বাণিজ্য করা। টাকার বিনিময়ে তিনি অযোগ্য শিা প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স কোর্স চালু করার অনুমোদন দিচ্ছেন। যিনি শিকদের রুটি-রুজির বিপে অবস্থান নেন তিনি শিাবান্ধন উপাচার্য হতে পারেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মত একটি বৃহৎ প্রতিষ্ঠানে শিাবান্ধন উপাচার্য প্রয়োজন। তাহলেই কলেজগুলো গতি ফিরে পাবে। তাই দ্রুত উপাচার্য প্রফেসর ড.হারুন অর রশিদের পদত্যাগের দাবি করে প্রস্তাবিত বাজেটে তাদের এমপিওভুক্ত করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা অনার্স-মাস্টার্স শিক ফোরমের সদস্য সচিব জসিম উদ্দিন, সদস্য শরিফুল ইসলাম, আসিফ ইকবাল, টিপু সুলতান, রওশন আরা, মহসিন হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here