অবশেষে যাতায়াতের রাস্তা ফিরে পেলেন প্রবাসী পরিবার

0
344

মোঃ রাহাত আলী, স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর): মণিরামপুরে দীর্ঘ ৫বছর পর অবশেষে যাতায়াতের রাস্তা ফিরে পেলেন প্রবাসী একটি পরিবার। তবে এর আগে বিভিন্ন পত্রিকায় ‘প্রবাসী পরিবার অবরুদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঘটনাটি স্থানীয়দের দৃষ্টি গোচর হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল আলী রাস্তা থেকে ইটের প্রাচীর অপসারন করে চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আর এতে স্বস্তি ফিরে পেয়েছে প্রবাসী পরিবারটি।
খোঁজ খবর নিয়ে জানা যায়, মণিরামপুর উপজেলার খড়িঞ্চী উত্তরপাড়া গ্রামের হাজী আফজাল হকের ছেলে প্রবাসী পরিবার আব্দুল আলী দীর্ঘদিন ধরে তার একমাত্র যাতায়াতের রাস্তা দিয়ে চলাচল করিতে থাকে। পৈত্রিক সূত্রে সম্পত্তির জমি বন্টন করার সময় তার চাচাত ভাই মৃত মজব আলীর ছেলে রুহুল আমিনের নামে ভুল বশত: রেকর্ড হয়ে যায়। সেই থেকে রাস্তার জমি নিজেদের দাবি করে রুহুল আমিনসহ তার অন্য ভাইয়েরা হাফিজুর রহমান ও শাহাবুদ্দীন আহম্মেদ তার সহযোগীদের নিয়ে রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছিল। ফলে প্রবাসী আব্দুল আলীর পরিবার যাতায়াতের জন্য চরম বিপাকে পড়ে। অবশেষে গত সোমবার স্থানীয়রা চলাচলের জন্য বন্ধরাস্তা খুলে দেন। বর্তমানে আব্দুল আলী তার একমাত্র যাতায়াতের রাস্তাটি ফিরে পেয়ে খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here