শ্যামনগরে মটর ভ্যানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

0
395

আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে আধিপত্য বিস্তার নিয়ে নুরনগরের দক্ষিণ হাজীপুর (দীঘির পাড়) ও রামজীবনপুর এর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আংশিক মারামারির ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যাক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উক্ত গোলযোগ বাধে। খোঁজ খবর নিয়ে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে মটর ভ্যানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই এলাকায় দুই জনের মধ্যে সামান্য একটু বাগবিতণ্ডা বাঁধে। এই ঘটনায় এলাকায় ভিত্তিক বড় ধরণের গোলযোগের রুপ নেয়। এবং দু পক্ষের মধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহড়া দেওয়ার এক পর্যায়ে দুই পক্ষের কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে। এখবর শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দুই পক্ষ কে ছত্রভঙ্গ করে দিয়েছেন বলে জানা গেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তার পর অর্থাৎ আজ বৃহস্পতিবার অত্র এলাকার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। এই ঘটনায় এলাকা বাসির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here