দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ যুবলীগ উপজেলার শাখার উদ্যোগে গত বুধবার থেকে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালন শুরু করেছে। জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী গাছ লাগাও,পরিবেশ বাঁচাও” এই শ্লোগানকে লক্ষ্য করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা যুবলীগ বৃক্ষরোপন কর্মসূচী পালন করে।
উপজেলা যুবলীগ সদরের বিভিন্ন সড়ক ও অফিস চত্বরের সামনে নানা ধরনের বৃক্ষরোপন করে। উপজেলা যুবলীগের সভাপতি ও পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান মাসব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন। বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল বশির,সাধারন সম্পাদক এডভোকেট অরুপ কুমার কর্মকার, যুগ্ন সাধারন সম্পাদক মামুন প্যাদা প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচী চলবে।