নড়াইল থানা পুলিশ অভিজানে অপহরণকারী গ্রেফতার

0
385
নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে অপহরণ করে ২,০০,০০০ লক্ষ টাকা চাঁদার দাবি, অপহরণকারীকে(১৮) ঘন্টার মধ্যে গ্রেফতার করলেন নড়াইল থানা পুলিশ। মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ জনতার এই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ সুপারের সঠিক নির্দেশক্রমে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন নড়াইল জেলা পুলিশ এরই ধারাবাহিকতায় গত ২৫/৬ /২০ ইং তারিখ নড়াইল সদর থানার মামলা নাম্বার ১৩/তারিখ ১৯ অক্টোবর ২০১৯ , জি আর নং ২০২/২০১৯ ধারা ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড #৮৬০: তৎসহ ২৬(৩) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮: তৎসহ ৭৩/৭৪  ২০০১ সালের বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইন( সংশোধনী ২০১০) সূত্রে বর্ণিত মামলার আসামি সুমন বিশ্বাস (২৭) পিতা মৃত্যু সুনীল বিশ্বাস, গ্রাম মালন্দ থানা ও জেলা মাগুরা, ইং২৬/৬/২০২০ তারিখ ১৮’৩০ ঘটিকায় জামিনে মুক্তি পেয়ে নড়াইল জেলা খানা থেকে বের হলে একই মামলার আসামি এস এম জুবায়ের ২৬ পিতা শহীদুজ্জামান সাং দক্ষিণ নড়াইল থানা ও জেলা নড়াইল সহ সহযোগী ৪ জন সুমন বিশ্বাস কে জেলখানা গেটর সামনে পথ রোধ করে কৌশলে অপহরণ করে দক্ষিণ নড়াইল আসামি এস এম জুবায়ের এর নানা মৃত সৈয়দ এ কে এম আকবর আলি বাড়িতে নিয়ে আটকে রেখে মারপিট করোত: সুমনের বাড়িতে মোবাইল নাম্বার এত ০১৯১৫৪৬৩৩৩৪ থেকে ফোন করে ২০০,০০০ টাকা চাঁদা দাবি করেন ,চাঁদার টাকা বিকাশ নাম্বার 01778012345 নাম্বারে প্রেরণ করতে বলেন বিষয়টি নড়াইল পুলিশ সুপারের নিকট খবর এলে তাৎক্ষণিক ওসি সদর কে নির্দেশ দেন ভিকটি উদ্ধার করার জন্য ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন পিপিএম সর্বোচ্চ মেধা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে 26/6/20ইং রাত  অনুমান ২৩০ সময় দক্ষিণ নড়াইল মৃত সৈয়দ এ কে এম আকবর আলীর বাড়ি হতে সুমন বিশ্বাসকে উদ্ধার করেন ও এবং কিটনাপের মূল হোতা এস এম জুবায়ের কে গ্রেফতার করে অন্যান্য আসামী পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
কপিনড়াইলে অপহরণ করে ২,০০,০০০ লক্ষ টাকা চাঁদার দাবি, অপহরণকারীকে(১৮)ঘন্টার মধ্যে গ্রেফতার করলেন নড়াইল থানা পুলিশ। মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ জনতার এই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ সুপারের সঠিক নির্দেশক্রমে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন নড়াইল জেলা পুলিশ এরই ধারাবাহিকতায় গত ২৫/৬ /২০ ইং তারিখ নড়াইল সদর থানার মামলা নাম্বার ১৩/তারিখ ১৯ অক্টোবর ২০১৯ , জি আর নং ২০২/২০১৯ ধারা ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ৮৬০: তৎসহ ২৬(৩) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮: তৎসহ ৭৩/৭৪  ২০০১ সালের বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইন( সংশোধনী ২০১০) সূত্রে বর্ণিত মামলার আসামি সুমন বিশ্বাস (২৭) পিতা মৃত্যু সুনীল বিশ্বাস, গ্রাম মালন্দ থানা ও জেলা মাগুরা, ইং২৬/৬/২০২০ তারিখ ১৮’৩০ ঘটিকায় জামিনে মুক্তি পেয়ে নড়াইল জেলা খানা থেকে বের হলে একই মামলার আসামি এস এম জুবায়ের ২৬ পিতা শহীদুজ্জামান সাং দক্ষিণ নড়াইল থানা ও জেলা নড়াইল সহ সহযোগী ৪ জন সুমন বিশ্বাস কে জেলখানা গেটর সামনে পথ রোধ করে কৌশলে অপহরণ করত দক্ষিণ নড়াইল আসামি এস এম জুবায়ের এর নানা মৃত সৈয়দ এ কে এম আকবর আলি বাড়িতে নিয়ে আটকে রেখে মারপিট করোত: সুমনের বাড়িতে মোবাইল নাম্বার এত ০১৯১৫৪৬৩৩৩৪ থেকে ফোন করে 2,০০,০০০ টাকা চাঁদা দাবি করেন ,চাঁদার টাকা বিকাশ নাম্বার 01778012345 নাম্বারে প্রেরণ করতে বলেন বিষয়টি নড়াইল পুলিশ সুপারের নিকট খবর এলে তাৎক্ষণিক ওসি সদর কে নির্দেশ দেন ভিকটি উদ্ধার করার জন্য ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন পিপিএম সর্বোচ্চ মেধা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে 26/6/20ইং রাত  অনুমান 230 ঘটিকার সময় দক্ষিণ নড়াইল মৃত সৈয়দ এ কে এম আকবর আলীর বাড়ি হতে সুমন বিশ্বাসকে উদ্ধার করেন ও এবং কিটনাপের মূল হোতা এস এম জুবায়ের কে গ্রেফতার করে অন্যান্য আসামী পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here