সিভিল সার্জন কার্যালয়,যশোরে লাইফ স্টাইল,অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

0
380

নিজস্ব সংবাদদাতা : গতকাল শুক্রবার সিভিল সার্জন কার্যালয়,যশোরে লাইফ স্টাইল ও অসংক্রামক রোগ সমূহ প্রতিরোধ ও নিয়ন্ত্রেণে করনীয় বিষয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অর্থায়নে,বে-সরকারী কনসালটিং আজমেরী ইন্টারন্যাশনাল, ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জন অফিস,যশোরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন ডাঃ শেখ আবু শাহীন,সিভিল সার্জন,যশোর। এ্যাডভোকেসী সভায় জেলা পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ গিয়াস উদ্দিন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সিভিল সার্জন অফিস,যশোর মহোদয় বলেন লাইফস্টাইল বিষয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,স্বাস্থ্য সুরক্ষা এবং অসংক্রামক রোগসমূহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করাই এই কার্যক্রমের লক্ষ্য। সভায় বক্তাগন স্বাস্থ্যকর খাবার,স্থুলতা, কায়িক পরিশ্রমহীনতা, মাত্রাতিরিক্ত ভাত,চিনি,লবন গ্রহণের কুফল ও অসংক্রামক রোগ সমূহের কারণ ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডাঃ মোঃ রেহেনেওয়াজ,এমও সিএস ,যশোর, ডাঃ মোঃ মাশহরুল হক,জেলা কো-অর্ডিনেটর,সিভিল সার্জন অফিস,যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here