ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবন পার করছেন চৌগাছার পত্রিকা পরিবেশক শফি

0
357

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার বহু পরিচিত ব্যক্তিত্ব, এক সময় তার হাক ডাকে ঘুম ভেঙ্গেছে অনেক পত্রিকা পাঠকের। সেই পত্রিকা পরিবেশক (হকার) উপজেলার হুদাফতেপুর গ্রামের শফিকুল ইসলাম শফি (৬০) মারাত্মক অসুস্থ্য হয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। সম্প্রতি তিনি ব্রেনস্টোক আক্রান্ত হন বর্তমানে টাকার অভাবে বলাচলে বিনা চিকিৎসায় অতিকষ্টে জীবন পার করছেন। এই অবস্থায় তাঁর চিকিৎসা ও পরিবারের ব্যয়ভার গ্রহণের জন্য জনপ্রতিনিধি ও সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলার হুদাফতেপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফি ছোটবেলা থেকেই সামাজিক ও সচেতন মানুষ ছিলেন। ১৯৭১ সালে পিতা আফজাল হোসেনকে পাকসেনারা নির্মমভাবে হত্যা করলে পরিবারে নেমে আসে চরম হতাশা। যুদ্ধ পরবর্তীতে সময়ে আর্থিক অনটনে তাদের পরিবারে নেমে আসে অভাব। এই অবস্থায় তিনি কঠোর পরিশ্রম করে সংসারের হাল ধরেন। পরবর্তীতে ৯০ দশকে তিনি দৈনিক তথ্য পত্রিকায় সাংবাদিক হিসাবে উপজেলা প্রতিনিধি হয়ে কাজ শুরু করেন। এছাড়া তিনি দৈনিক রানা পত্রিকাতেও কাজ করেন। কিন্তু পরিবারের আর্থিক সংকট ও অভাব দারিদ্রতা তার পিছু ছাড়েনা। ফলে উপজেলর প্রধান পত্রিকার পরিবেশক মরহুম মাওঃ সাইদুল ইসলামের নিকট পত্রিকা পরিবেশকের কাজে যোগদান করেন। উপজেলার সকল সরকারি দপ্তর, স্কুল, কলেজ, হাঁটবাজার, রাজনৈতিক অফিস, বাসাবাড়ীসহ বিভিন্ন স্থানে নিজ হাতে গ্রাহকের নিকট পত্রিকা পৌঁছে দিয়েছেন। রাজধানী ঢাকাসহ যশোরের আঞ্চলিক পত্রিকা উপজেলাতে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন পত্রিকার পরিচিতি তৈরি করার ভূমিকা পালন করেছেন শফিকুল ইসলাম শফি। স্ত্রী নাছিমা বেগম জানান, দেড়মাস আগে তিনি এক আত্মীর বাড়ী বেড়াতে যান। সেখানে ব্রেনস্টোক করে অসুস্থ্য হয়ে পড়েন। তাঁর বাম পাশের হাত-পা প্যারালাইজসড হয়ে গেছে। ঠিক মত কথাও বলতে পারছেন না। ওই অবস্থায় আমরা যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন ভর্তি থেকে বাড়ীতে নিয়ে আসি। তিনি বলেন, টাকার অভাবে ওষুধপত্র কিনতে পারিনা। অতিকষ্টে দু’সন্তান নিয়ে কোনোমতে বেঁচে আছি। একমাত্র ছেলে যার বয়স ১৫ বছর সে এখন মাঠে জোন খাটছে। সেখান যা রোজগার হচ্ছে তাই দিয়ে কোন রকমে সংসার চলছে। পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম শফির অসুস্থ্যতায় তাঁর চিকিৎসার্থে আর্থিক সহায়তা কামনা করেছেন চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ। পরিবারের অনুরোধে যোগাযোগের ঠিকানা- শাহানুর আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক, চৌগাছা প্রেসকাব, মোবাইল-০১৭১৯-২৬৬৫৫৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here