গাজী আব্দুল কুদ্দুস চুকনগর। ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দিনব্যাপী চুকনগর,কাঠালতলা ও খর্নিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ শাহনাজ বেগম।
এ সময় সরকারি গণবিজ্ঞপ্তির আদেশ লঙ্ঘন করে দোকানপাট খুলে রাখা, রাস্তা চলাচলে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে ৫টি মামলায় মোট ৩২হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।