চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

0
382

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে জান্নাতুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের পান্টিপাড়া গ্রামের এলাহির মেয়ে। রোববার বেলা ১১টার দিকে কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করে তাকে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ২টার দিকে তাকে পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেমাঠ গ্রামে দাফন করা হয়। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন বলেন পৌরসভার ৩নং ওয়ার্ডে বাড়ি হলেও জান্নাতুলের পিতামাতা ৮নং ওয়ার্ডের পান্টিপাড়ায় কপোতাক্ষ নদের তীরে বসবাস করতো। সকাল ১০টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়ে নদী তীরের শ্বশ্মনের (হিন্দু সম্প্রদায়ের মৃত দেহ সৎকারের স্থান) পাশে চলে গিয়ে কোন এক সময় নদীতে ডুবে যায়। স্থানীয়রা শিশুটিকে নদীর পানিতে ভাষতে দেখে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ২টার দিকে প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিনের ব্যবস্থাপনায় তাকে বেলেমাঠ গ্রামে দাফন করা হয়।
চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here