স্টাফ রিপোর্টার: প্রেস ক্লাব যশোরের কার্য নির্বাহী কমিটির এক সভা গতকাল শুক্রবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাব সম্পাদক আহসান কবির। সভায় কার্যনির্বাাহী কমিটির সহ সভাপতি নুর ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টন, সরোয়ার হোসন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, ফিরোজ গাজী, এম আইউব, সফিক সাঈদ, শাহাবুদ্দিন আলম, আব্দুল কাদের সভায় উপস্থিত ছিলেন। সভায় ক্লাব উন্নয়নের নানা পদক্ষেপ নিয়ে উপস্থিত সদস্যরা বিভিন্ন ইস্রুতে আলোচনা করেন। একই সাথে ক্লাব সদস্যদের যে সব সন্তানরা এবছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা ও অভিনন্দন জানানোর জন্য একটি কর্মসূচী গ্রহণ করা হয়।