এসএসসি খাতা পুন:নিরীার ফল প্রকাশ যশোর শিাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৫১ শিক্ষার্থী

0
381

স্টাফ রিপোর্টার: যশোর শিাবোর্ডে এসএসসি পরীার খাতা পুনঃনিরীায় নতুন করে ৫১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৬ হাজার ৪১০ জন আবেদনকারীর মধ্যে ১২৩ শিার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে বলে গতকাল মঙ্গলবার ফলাফল প্রকাশ করে পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এই তথ্য জানান।
পরীা নিয়ন্ত্রক জানান, যশোর শিাবোর্ডে ১২৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ৪৬ জন ফেল করা শিার্থী পাশ করেছে। নতুন করে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিার্থীদের মধ্যে থেকে এফ গ্রেড থেকে এ জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ৬ জন, এ মাইনাস পেয়েছে ১১ জন, বি গ্রেড পেয়েছে ৬ জন, সি গ্রেড পেয়েছে ৫ জন, ডি গ্রেড পেয়েছে ১৬ জন, ডি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, বি গ্রেড পেয়েছে ৪ জন, বি গ্রেড থেকে এ প্লাস পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ২ জন, এ মাইনাস পেয়েছে ৫ জন, এ মাইনাস থেকে এ প্লাস পেয়েছে ৪ জন, এ গ্রেড ১৫ জন ও এ গ্রেড থেকে এ প্লাস পেয়েছে ৪৩ জন শিার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here