নড়াইলে গাজাঁসহ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড

0
359
(নড়াইল জেলা) প্রতিনিধি :   নড়াইলে ১৫ গ্রাম গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড।নড়াইল সদর উপজেলার আগদিয়া চৌরাস্তা থেকে গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে,বিছালী পুলিশ ফাঁড়ির টুআইসি, রতন কুমার পাল, সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে,আগদিয়া চৌরাস্তায়, মাসুদের মুদি দোকানের সামনে থেকে,১৫ গ্রাম গাজাঁসহ আসামী ইনছান ফকির (৫৫) কে আটক করে।
আসামী ইনছান, বিছালী গ্রামের পুর্বপাড়ার, মৃতঃ মফিজ ফকিরের ছেলে।
আটক ইনছান দীর্ঘদিন যাবত পুলিশেকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়।
আটকের পর ইনছানকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, বিচারক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে বিছালী পুলিশ ফাঁড়ির টুআইসি রতন পাল বলেন,মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, নড়াইল জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা অব্যহত রয়েছে,কোন মাদক ব্যবসায়িকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। মাদক ব্যাবসায়ী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here