কোটচাঁদপুরে  প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি, চিকিৎসা ধিন অবস্থায় মৃত্যু

0
365
আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ গোলাম কিবরিয়া বিপ্লবের শশুর ও সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ সবুরা খাতুনের স্বামী আইনউদ্দীন মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৩০ জুন চিকিৎসা ধিন অবস্থায় যশোরের একটি
হাসপাতালে  মৃত্যুবরণ করেন, তার পরিবারের সাথে কথা বলে জানাযায়।
গত এক দেড় মাস আগে তার ছেলে ঢাকা থেকে বাসায় আসার কিছুদিন পর ওই বাড়ির তিন সদস্য অসুস্থ হয়ে পরে, তাৎক্ষণিকভাবে তাদের নমুনা সংগ্রহ করে টেষ্টে পাঠালে তাদের করোনা পজেটিভ রেজাল্ট আসে,  এমনবস্তায় তাদের একমাস ধরে চিকিৎসা চলে,
চিকিৎসা চলাকালীন মৃত ব্যক্তির শরীরে আরোও চারটি শারীরিক সমস্যা দেখা দেয়, সেগুলা হলো ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা ও হাই পেশারের মত ভয়ংকর রোগ। মৃত্যুকালীন তার বয়স ছিলো ৬০ বছরের উদ্ধে। বর্তমান ওই পরিবারের করোনা আক্রান্ত হওয়া মা এবং ছেলে দুজনাই সুস্থ আছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here