চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় একজন চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আক্রান্তরা হলেন পাশা¦বর্তী মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ আল নুহান। তিনি চৌগাছা হাসপাতালের ডাঃ তারান্নুমের স্বামী। এই চিকিৎসক দম্পত্তি চৌগাছায় বসবাস করেন। অন্যরা হলেন চৌগাছা হাসপাতালের হিসাব রক্ষক জাকির হোসেন ও পরিবার পরিকল্পনা অফিসের আয়া মৌমিতা। আক্রান্ত সকলেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহর বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।