মাগুরায় গণপূর্ত বিভাগের নির্বাচিত শ্রেষ্ট ৮ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ

0
260

মাগুরা প্রতিনিধি ঃ কাজের দক্ষতা বৃদ্ধিতে মাগুরা গণপূর্ত বিভাগের ২০১৯-২০ অর্থ বছরে নির্বাচিত শ্রেষ্ট ৮ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্রেস্ট ,বই ও সনদপত্র বিতরণ করেছে মাগুরা গণপূর্ত অধিদপ্তর । এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নির্বাহী প্রকৌশলীর বাসভবন প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে মাগুরা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের বাছাইকৃত ২০১৯-২০ অর্থ বছরে নির্বাচিত শ্রেষ্ট ৮ কর্মকর্তা-কর্মচারীদের হাতে ক্রেস্ট ,বই ও সনদপত্র তুলে দেন । এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিত পাল,উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান,নাজমুল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাগুরা গণপূর্ত বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের জেলার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয় । সমগ্র অনুষ্টানে মাগুরা গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here