জাতীয় দলের জন্য স্পন্সরের অভাবে পিসিবি

0
556

যশোর ডেস্ক : পাকিস্তান জাতীয় দল এখন সফর করেছে ইংল্যান্ডে। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা। জাতীয় দলের জন্য স্পন্সর খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
করোনা ভাইরাসের সবকিছু বন্ধের এই সময়টাতে বাণিজ্যিকভাবে আর্থিক তির সম্মুখীন হচ্ছে বোর্ডগুলো। নতুন করে খেলা ফিরলেও, রুদ্ধধারে প্রচারণার ত্রেও ছোট হয়ে এসেছে। তাই খুব বেশি এগোচ্ছে বিজ্ঞাপনের খুঁজে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান। আর এতেই বিপাকে বিভিন্ন বোর্ড। যেমনটা হয়েছে পিসিবির েেত্রও। দলের জন্য নতুন করে স্পন্সর পাচ্ছে না পিসিবি। পুরোনো চুক্তি ছিল একটি কোমল পানীয় প্রতিষ্ঠানের জন্য। কিন্তু, এই প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে পিসিবির। নতুন করে কারোর সাথে চুক্তি করতে পারেনি তারা। অবশ্য একটি প্রতিষ্ঠান অফার দিয়েছিল পিসিবিকে। তবে সেটি ছিল ঐ কোমল পানীয় প্রতিষ্ঠানের চুক্তির মাত্র ৩০ শতাংশ। যেখানে বেশি পাওয়ার চিন্তা করছে পিসিবি, সেখানে ৭০ শতাংশ কম মূল্যের অফার নিতে পারেনি তারা। এবার নতুন স্পন্সরের খুঁজ করছে তারা। তবে পিসিবির দাবি করোনা ভাইরাসের কারণে হচ্ছে না। এই নিয়ে অবশ্য দ্বিমতও রয়েছে। ঢালাও করে করোনা ভাইরাসের কারণে বিষয়টি ছাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না বলে মনে করেন অনেকে। কারণ, ঘরোয়া ক্রিকেটে অনেক আগে থেকেই নেই কোনো স্পন্সর। সব খরচ বহন করে পিসিবি। এছাড়া পিএসএলের জন্যও কয়েকবার পড়তে হয়েছে স্পন্সর সংকটে। এসব কারণে পিসিবিরই দায় দেখছেন তারা। স্পন্সর সংকটের কারণে ইংল্যান্ড সফরের লগোবিহীন জার্সি নিয়েই অনুশীলনে নেমেছেন পাক ক্রিকেটাররা। নতুন স্পন্সর না পাওয়া গেলে এই লগো ছাড়া পিসিবির দেওয়া জার্সি পড়েই মাঠে নামতে হবে তাদেরকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here