মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

0
306

যশোর ডেস্ক : ক‌্যান্সারের সঙ্গে দীর্ঘ ১০ মাস ধরে লড়াই করে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সন্ধায় রাজশাহীর একটি ক্লিনিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি।গতকাল (৫ জুলাই) থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৬ জুলাই) সকালের দিকে তাকে আইসিইউতে রাখা হয়।মৃত্যুর আগ পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় এন্ড্রু কিশোর রাজশাহীতে তার বোনের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এর আগে দীর্ঘ নয় মাস পর গত ১১ জুন রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এন্ড্রু কিশোর। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here