সংস্কার আর নজরদারীর অভাবে চলাচলের অনুপযোগী হতে চলেছে অভয়নগরের প্রেমবাগের হাজারও মানুষের যাতায়াতের প্রধান সড়কটি

0
449

এম. মিজানুর রহমান লিটন, প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি ঃ অভয়নগরের ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান রাস্তাটি সংস্কার এবং নজরদারীর অভাবে চলাচলের অনুপযোগী হতে চলেছে। এই ইউনিয়নের ৫/৬টি গ্রামের মানুষের যশোর-খুলনা মহাসড়কের সাথে যোগাযোগের প্রধান রাস্তা এটি। অপরদিকে অভয়নগরের প্রেমবাগ থেকে ঢাকুরিয়া এবং মনিরামপুর যাতায়াতেরও প্রধান রাস্তা। গত ২০ মে’২০ তারিখে ঘুর্নিঝড় আম্ফানে অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বনগ্রামে রাস্তার পাশের সরকারী গাছ উপড়ে পড়েছে এক ব্যাক্তির বাড়ী এবং ঘরের চালের উপর, সেই সাথে ধসে গিয়েছে রাস্তার অর্ধেকটা। অন্যদিকে অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুড়াটাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপরদিকে রাস্তার কিছু অংশ ধসে পড়েছে ব্যাক্তিমালিকানা এক ব্যক্তির মাছের ঘেরের মধ্যে। এছাড়াও এই রাস্তাটির অনেক জায়গায় উচুনিচু এবং ঢেউ আকৃতির গর্ত ল করা যাচ্ছে। প্রতিদিন এই রাস্তা ধরে হাজারও পেশাজীবি, শ্রমজীবি ছাড়াও অনান্য জনসাধারনের চলাচল। অথচ এই রাস্কাটি মেরামতের কোন লক্ষন আজও দেখা যায়নি, নেই যথাযথ কোন সতর্কতামুলক কার্যক্রম বা চিহ্ন, বিষয়টি কর্তৃপরে দৃষ্টিগোচর না হলে আসছে বর্ষা মৌসুমে জনদুর্ভোগের সীমা থাকবে না, এমনকি যে কোন দিন যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
বিষয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মফিজউদ্দিন -এর কাছে জানতে চাইলে তিনি জানান, এই রাস্তাটি মূলত এলজিইডি এর আওতায়, বিষয়টি তাদের জানানো হয়েছে এবং তারা দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেছেন। তিনি আরও বলেন এই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে যদি সংস্কার না হয় তাহলে অভয়নগরের সাথে মনিরামপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। ভুক্তভোগী এলাকাবাসীদের চাওয়া, খুব শিঘ্রই যেনো রাস্তাটি মেরামত হয় এবং সবাই নিরাপদে চলাচল করতে পারে, এছাড়াও রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here