মহেশপুরে মেয়রের ভাইসহ ৩জন করোনায় আক্রান্ত

0
252

মহেশপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে মেয়রের ভাই সহ ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩জনে। নতুন করে আক্রান্তরা হলেন-উপজেলার পশ্চিম পুরন্দপুর, ধান্যহাড়িয়া ও জলিলপুর খানপাড়া গ্রামের।
তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে শনিবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, ১১জুলাই ঝিনাইদহ জেলায় ১২জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে এরমধ্যে মহেশপুরে ৩জন। মহেশপুরে ২৩জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৩জন সুস্থ হয়েছেন এবং ১০জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের প থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here