এম শাহীন : যশোরের চৌগাছা উপজেলার মেধাবী ছাত্রী মীম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। বর্তমানে অর্থের অভাবে মীমের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় মীমের জীবন বাঁচাতে দেশ বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। যশোরের চৌগাছা পৌর সভার আইপি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী মীম (১৩) । তার বাড়ি পৌরসভার পাঁচনামনা গ্রামে। মীমের বাবা মিন্টু মিয়া পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে। মীমের মা সহ পরিবারের সদস্য পাঁচ জন। অথচ তার পরিবারের দৈনন্দিন খরচ মিটানোর কেউ নেই । মানুষের সহযোগিতায় তাদের জীবন চলে।
মেধাবী ছাত্রী মীম দীর্ঘদিন যাবত হার্ডের রোগে ভুগছে। তার হার্ডের রক্ত রণের কারনে নিয়মিত রক্ত দিতে হচ্ছে। চলতি সপ্তাহে চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়া হয়েছে। সে বর্তমানে শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মনির হাসানের কছে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, মীমের জরুরী ভাবে হার্ড অপারেশন প্রয়োজন। এ ছাড়া তার শরীরে নিয়মিত রক্ত দিতে হবে। তার চিকিৎসায় সব মিলিয়ে প্রায় তিন ল টাকা খরচ পড়বে। মীমের মা শুকতারা বেগম জানায়, আমার মেয়ের চিকিৎসার জন্য ওই অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে মীমের চিকিৎসা বন্ধ রয়েছে। আমাদের কোন বসবাসের ঘর না থাকায় কিছু দিন আগে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দকৃত অর্থ দিয়ে একটি ঘর তৈরি করে দেওয়া হয়। আমরা সেই ঘরে পঙ্গু স্বামী ও কর্মহীন তিন সন্তান নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছি। এলাকাবাসি মীমের চিকিৎসা ও এই অসহায় পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে। যোগাযোগের নাম্বার। ০১৭১১৯৬৪৯০৪, মীমের মা-০১৯২৪৬৩৪৩৬৪ (বিকাশ)