দেবহাটার পারুলিয়ায় ওয়াপদা অফিসের পুকুরটি এলাকার হাজার মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক

0
251

আবুল হাসান, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ওয়াপদা অফিসের পুকুরটি এলাকার হাজার মানুষের জন্য গোসলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। ওয়াপদা অফিসের পুকুরটি পারুলিয়া ইউনিয়নবাসীর নিকট খুবই পরিচিত। পুকুরটিতে প্রতিনিয়ন হাজার হাজার নারী পুরুষ গোসল করত। বর্তমানে পুকুরটিতে পানি জমাট বেধে আছে। প্রধান সড়ক ও বাইপাস সড়কের সড়কের ধোঁয়ানি ও পোঁচা পানি পুকুরে যাওয়াতে পানি বিষক্ত এবং গন্ধ হয়ে পড়েছে। এখন সেখানে গোসল করলে ঘাঁ, চুলকানি এবং নানা রকম অসুখের আলামত দেখা দেছে। কিন্তু পুকুরটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে এলাকাবাসী চেষ্টা করলেও সামান্য ১টি ড্রেন নিয়ে চলছে বিভিন্ন রকম পায়তারা। গতকাল সরেজমিনে যেয়ে জানা যায় পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা এসে ওয়াপদা অফিস এলাকায় ১টি ড্রেন করার জায়গা সর্বসম্মতিক্রমে নির্ধারণ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here