মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের মাইলবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে ভগ্নিপতির হাতে ২ শ্যালক সহ ৪জন গুরুতর আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১২ই জুলাই বিকালে উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আমির আলী শেখের ছেলে নুরুল আমিন শেখ(বাতেন) ও তার ভাই আহাম্মদ আলী নিজ দখলীয় জমি থেকে গাছ কাটার সময় তাদের ভগ্নিপতি করুন তার দলবল নিয়ে শ্যালকদের উপর হামলা করে। এ সময় ভগ্নিপতির দলবলের হাতে ৩ জন গুরুতরভাবে আহত হয়। এরা হলেন-নুরুল আমিন বাতেন, আহম্মদ আলী ও নুরুল আমিনের ছেলে সাব্বির আলী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।
নুরুল আমিন জানায়, তার হাত ভেঙ্গে গেছে েেছলে পা ভেঙ্গে গেছে এবং তার বড় ভাইয়ের মাথা ও পা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।