দশমিনায় ডিজিটাল টেলিফোন ভবন জীবনের ঝুঁকি ও বেহাল দশা

0
238

নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডিজিটাল টেলিফোন ভবনটি ১৯৭০ সালে নির্মান করা হলেও অদ্যবধি সংস্কার না করায় জরাজীর্ন হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। অফিস ভবনটি জরাজীর্ন হবার পরেও জীবনের ঝুঁকি নিয়ে অপারেটররা দায়িত্ব পালন করে আসছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পরে এবং ভবনের বিভিন্ন স্থানে দেখা যায় ফাটল দেখা দিয়েছে। স্বাধীনতা পূর্ব ১৯৭০ সালে উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্নিঝড়ের পর তৎকালিন পাকিস্তান সরকার এই ভবনটি নির্মান করা ছিল। ঝড়ের আগাম বার্তা জনগনের মাঝে পৌছে দিতে অত্র এলাকায় টেলিফোন এক্সচেঞ্জটি নির্মান করা হয়। নির্মানের পর আর কোন সংস্কার করা হয়নি। ভবনটির চারদিকে নিরাপত্তা বেষ্টনী না থাকায় সব সময়টি ভবনটি অরক্ষিত থাকে। সামান্য বৃষ্টি হলেই ছাদ গেমে পানি পরে এবং মাঝে মধ্যে ছাদ থেকে প্লাস্টারের টুকরা ফোরে পরে। ভবনটির সংস্কারের কাজ করার পরও তাতে কিছুতেই কিছু হচ্ছে না। অফিস চলাকালিন সময় প্রায়ই ছাদের অংশ বিশেষ পড়তে দেখা যায়। নতুন ভবনের জন্য এবং ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিস্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভবনটি অতি পুরাতন তাই সংস্কার নয় নতুন ভবন দরকার। বর্তমানে ভবনটি যত দ্রুত সম্ভব নির্মান করা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here