নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
254

নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলের পার্শ্ববর্তী বাকড়িদাড়ি পাড়ে পানিতে ডুবে দুই জন শিশু মৃত্যু হয়ছে। সোমবার বিকালে স্থানীয় একটি মাছের ঘেরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানান বাঘারপাড়া উপজেলার বাকড়িদাড়িপার সমীর বৈরাগীর ছেলে অরিন বৈরাগী (৭) ও নারায়ন বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (৫) মা বাবার সাথে বাড়ির পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে যায় বাবা মা মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন, এ সময় ওই দুই শিশু হঠাৎ করে পানিতে ডুবে যায়, অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী ওই ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন। যানা গেছে নারায়ন বিশ্বাসের ছেলে মৃত রাজ বিশ্বাসের বাড়ি নড়াইলের গোয়াখোলা গ্রামে। তারা স’পরিবারে বাঘারপাড়া বাকড়িদাড়িপার মামা বাড়িতে বেড়াতে যায়। অপরজন অরিন বৈরাগী (৭) পিতা সমীর বৈরাগী বাঘারপাড়ার বাকড়িদাড়িরপাড়ের বাসিন্দা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here