কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে ব্লক রেডের আওতায় স্থানীয় ফাঁড়ি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাসের জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে। এব্যাপারে পাইকগাছা থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩৯, তারিখ-২৪/০৭/২০।
মামলা সূত্রে জানাযায়, পাইকগাছা উপজেলা জুড়ে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ পৃর্বক সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে ইনচার্জ পাইকগাছা থানা এজাজ শফির নির্দেশে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এএসআই প্রবাস কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর সলুয়া, নাছিরপুর ও নোয়াকাটি নিকারী পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাসের জুয়া খেলার অপরাধে আকছেদ আলী বিশ্বাসের ছেলে আক্তার হোসেন বিশ্বাস (২৩), সোবহান আলী নিকারীর পুত্র ফজর আলী নিকারী (২৬), আবু তালেব বিশ্বাসের পুত্র ইউসুফ
আলী বিশ্বাস (২২), নাছিরপুর এলাকার সোহরাব গাজীর পুত্র রাজু গাজী (২১), শওকত মোড়লের পুত্র ফজলু মোড়ল (২৮), কফিল উদ্দিন গাজীর পুত্র আলামিন গাজী (৩০) ও নোয়াকাটি নিকারী পাড়ার মোকছেদ আলী বিশ্বাসের পুত্র হাসানুর বিশ্বাস (২০) কে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় পাইকগাছা থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩৯, তারিখ-২৪/০৭/২০২০। এব্যাপারে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এএসআই প্রবাস কুমার জানান, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এলাকা থেকে মাদক উদ্ধার ও অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে উপরোক্ত স্থানে ব্লক রেডের আওতায় অভিযান পরিচালনা কারা হয়েছে।