এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আজ (২৪ জুলাই) নতুন করে স্বাস্থ্যকর্মী, কবিসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ জুলাই ওই স্বাস্থ্যকর্মী, কবিসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। শুক্রবার রিপোর্টে স্বাস্থ্যকর্মী, কবিসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৮২ জন আক্রান্ত হয়। বর্তমানে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ২০ ও ২১ জুলাই ওই স্বাস্থ্যকর্মী, কবিসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। শুক্রবার রিপোর্টে স্বাস্থ্যকর্মী, কবিসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৮২ জন আক্রান্ত হয়। বর্তমানে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে ২ জনের।