ঝিনাইদহে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত

0
275

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাসকরে চলেছে। দিন দিন মানুষ কর্মহীন হয়ে পড়ছে। তখন এই কর্মহীন মানুষের পাশে এসে অনেকেই দাড়াচ্ছেন। তাদের মধ্যে ঝিনাইদহের করোনা ভাইরাস সম্মুখ যোদ্ধা মেহেদী মাসুদ। করোনা ভাইরাস শুরু থেকে আজ ২৫/৭/২০ পর্যন্ত ইটঊঞরধহটঝঅ এর অর্থায়নে অখওঠঊ এনজিও এর চেয়ারম্যান মেহেদী মাসুদের বাস্তবায়নে করোনা ভাইরাসে মহামারীর প্রভাবে কর্মহীন ৪০ টি অসচ্ছল পরিবারের মাঝে জরুরী খাদ্য এবং ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম করেন। ঝিনাইদহ অনেক নামীদামী এনজিও গুলো যখন হাত গুটিয়ে বসে আছে তখন করোনা ভাইরাসের সম্মুখ যোদ্ধা এলাইভের মেহেদী মাসুদ অসহায় দিনমজুর দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে মেহেদী মাসুদ বলেন আমি একজন সামান্য ব্যাক্তি। তারপরও গরীব অভাবী অসহায় দিনমজুর দুঃখী মানুষের পাশে সব সময় আছি থাকব। তাছাড়া এই মহামারী করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন আমি এই গরীব অভাবী অসহায় মানুষের পাশে থাকবো। সামাজিক দ্রুত্ববজায় রেখে আজ গরীব অভাবী দের মাঝে খাদ্য সামগ্রিক বিতরন করলাম। আরো করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here