নড়াইলের বিপুল পরিমাণ চুরির মালামাল উদ্ধার

0
217

নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলের পল্লীতে বিপুল পরিমাণ চুরির মালামাল উদ্ধার হয়েছে। গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগ নড়াইল এর এস আই মিলটন কুমার দেব দাস,ও এ এস আই নাহিদ সংগীয় অফিসার ফোর্স সহ লোহাগড়া থানার এস আই মাহফুজ ও সংগীয় অফিসার ফোর্সের সহায়তায়। শুক্রবার ২৪. জুলাই বিকাল অনুমান (৪) ঘটিকার সময় লোহাগড়া থানাধীন গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালায়। ও আসামি শরীফুল ইসলাম ওরফে কটা (২৫),পিং-বাবু মোল্ল্যা কে গ্রেফতার করে ডিবি পুলিশের এই যৌথ টিম। পরে আসামি কটার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী আরশাফ শেখ,পিং-মৃত জরিফ শেখ,সাং-গোপীনাথপুর ,ব্যাপারীপাড়া থানা-লোহাগড়া, জেলা নড়াইল এর বসতবাড়ি থেকে চোরাই কিতো মালামাল উদ্ধার করে, যার ভিতরে রয়েছে ৮ টি বাইসাইকেল, ০১ টি মনিটর, ০২টি টিভি,০৬ টি মোবাইল,১৬ টি মেমোরি কার্ড,২টি চাকু,০৪ টি বিদেশি টর্চলাইট,ও নগদ ৪২০৪ টাকা। মোট জব্দকৃত আলামতের মালের মুল্য ১০৬৮৫০/ টাকা। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান শরিফুল ইসলাম (ওরফে) কটা ও আশরাফ এর নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে। এবং এই ঘটনার আসামি আশরাফ পলাতক আছে এছাড়া যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হবে ও এই অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here