জগহাটি বাওড়ের মৎস্যজীবীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাতধোঁয়া সাবান বিতরণ

0
305

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার এমপি র নির্দেশনায় যশোর জেলা মৎস্যজীবী লীগ বিকেল সাড়ে তিন টায় যশোরের জগহাটি বাওড়ের অসহায় মৎস্যজীবী দের মাঝে খাদ্যসামগ্রী ও হাতধোঁয়া সাবান বিতরণ করেন যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের নেতা শহিদ ইমরান সবুজ, জুলফিকার আলি, ইউনুস আলী, ওহিদুল ইসলাম সহ অন্য নেতারা। বার্তা প্রেরক, সাধন মল্লিক রনি, যুগ্ম আহবায়ক, যশোর জেলা মৎস্যজীবী লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here