কুয়াদার পাথালিয়া গ্রামে জামে মরসিদে আজান ও জামাতে নামাজ আদায় বন্দের অভিযোগ

0
190

কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর মনিরামপুর উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন পাথালিয়া গ্রামে কেআতুল মাদ্রাসা ও জামে মসজিদে জোরপূর্বক মাইকে আযান ও জামাতে নামাজ বন্ধের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পাথালিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দুই বছর আগে পাথালিয়া কেরাতুল মাদ্রাসা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি মাদ্রাসা হিসাবে চললেও এক বছর পর এলাকার মুসল্লিগণ মিলে মাদ্রাসার সাথে মসজিদ সংযুক্ত করেন। এরপর থেকে উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ আদায় শুরু হয়। কিন্তু সম্প্রতি একই গ্রামের মৃত নওশের চেয়ারম্যানের ছেলে রেজাউল ও আজিজুল উক্ত মসজিদের মাইকে আযান ও জামাতে নামাজ পড়া বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা জানান আজিজুল উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সে কারণে তিনি ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড সহ এলাকার নিরীহ মানুষদের বিভিন্ন রকম হারানি করেন। এ ব্যাপারে অভিযুক্ত রিজাউল এর সাথে কথা বলে তিনি জানান আজান ও নামাজ বন্ধের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিয়োগ করেছে।বিষয়টি নিয়ে তার ভাই আজিজুলের সাথে কথা বললে তিনি জানান একই এলাকায় দুই পাশে দুই টি মসজিদ রয়েছে আমাদের এলাকার দ্বন্দ্বের কারণে উক্ত স্থানে এলাকার মুসল্লিরা নামাজ আদায় করত। কিন্তু সম্প্রতি ৩ নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় আমরা উক্ত স্থানে আজান ও নামাজ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ পড়তে দেব না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান এলাকার বিবাদ সংক্রান্ত কারণে উক্ত মসজিদে আজান ও জামাতে নামাজ পড়তে দেয়া হচ্ছে না বলে আমি শুনেছি বিষয়টি যদি সঠিক হয় তবে অবশ্যই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলেও তিনি অসুস্থতার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here