স্টাফ রিপোর্টার : মাদারীপুর লিগ্যাল এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দীপ্তি ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার যশোর প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে “এ্যাকশান টু প্রটেক্ট রাইটস অব মেন এন্ড গার্লস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বক) রফিকুল হাসান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলঅ বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সকিনা খাতুন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। দীপ্তি ফাউন্ঢেশনের নির্াহী পরিচালক বেগম আফরোজের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মাদারীপুর লিগ্যাল এইডের কর্মকর্তা এ্যাডভোকেট ইব্রাহিম মিয়া, প্রকল্প কর্মকর্তা শিকদার আসাদুজ্জামান, প্রেস ক্লাব যশোরের সহ সভাপতি নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ইনচার্জ বিশ্বজিৎ কুমার সেন। সেমিনারটি সঞ্চালনা করেন দীপ্তি ফাউন্ডেশনের উপ পরিচালক অধ্যক্ষ তরিকুল ইসলাম ।
সেমিনারে জেলা পর্যায়ের সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।