শ্যামনগরে স্বামীর নির্যাতন থেকে রা দুই বছরের শিশু নিয়ে গৃহবধু দ্বারে দ্বারে

0
348

শ্যামনগর ব্যুরো ঃ স্বামীর অত্যাচার ও নির্যাতন থেকে রা পেতে এক গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করে। অভিযোগ তদন্ত সত্য প্রমান হওয়ায় আসামীপ দিশেহারা হয়ে রেজিষ্ট্রারকে অর্থের প্রলোভনে কাবিননামা গায়েব করার জন্য পায়তারা করছে। অসহায় বাদিনী নাহিদা নাসরিন ২ বছরের শিশু সন্তানকে নিয়ে আইনের সহায়তা কামনায় ঘর ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্যামনগর উপজেলার ধাপুয়ারচক গ্রামের শেখ আনছার উদ্দীনের কন্যা মোছাঃ নাহিদা নাসরিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে। পিটিশন মামলা নং- ৫৫৭। তারিখ- ০৪/১১/২০২০ ইং। মামলার বিবরনে জানা যায়, বাদিনীর সাথে কালিগঞ্জ থানার মুড়াগাছা গ্রামের মৃত মুজিবর রহমান এর পুত্র মোঃ আশরাফুল ইসলামের সাথে ২০১৬ সালে সামাজিক ভাবে ৫ লাখ টাকা দেন মোহর ধার্য্যে বিবাহ হয়। আড়াই বছর পর তাদের ১টি পুত্র সন্তানের জন্ম হয়। চাকরি পাওয়ার চেষ্টায় স্বামী-স্ত্রী খুলনাতে থাকাকালীন চাকরীর জন্য নাহিদার পিতা জামাতা আশরাফুল কে ৩ লাখ টাকা প্রদান করে। চাকরী পেতে দেরী হওয়ায় খুলনা পোষ্ট অফিসে নাহিদার নামে ২ লাখ ও আশরাফুলের নামে ১ লাখ টাকা জমা রাখে। করোনা ভাইরাসের কারনে লগডাউন শুরু হলে উক্ত ৩ লাখ টাকা খুলনা পোষ্ট অফিস থেকে তুলে নিয়ে বাড়ী চলে আসে। ৩ লাখ টাকা আশরাফুলের হিফাজতে থাকে। উক্ত ৩ লাখ টাকা দিয়ে নাহিদা নাসরিনের নামে জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়। বাড়ী ফেরার কয়েকদিন পর আশরাফুলের মা ও ভাই বলে নাহিদা নাসরিনের নামে জমি কেনা জাবে না। আশরাফুলের মায়ের নামে জমি কিনতে হবে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শুরু হয় নির্যাতন। আশরাফুলের ভাই ও মায়ের কু-প্ররোচনায় আশরাফুল স্ত্রী নাহিদা নাসরিনের উপর শারিরীক নির্যাতন শুরু করে। এক পর্যায় স্ত্রীকে যৌতুকের দাবিতে আরও ৪ লাখ টাকা দাবি করে। পিতার আর্থিক অনটনের কথা ভেবে নাহিদা নাসরিন দাবীকৃত ৪ লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আশরাফুলের মা ও ভাই এর কু-পরামর্শে লাঠি দিয়ে পিটিয়ে দফায় দফায় নির্যাতন চালায়। এক পর্যায় গত ২১/১০/২০২০ ইং তারিখ বিকাল ৫টায় নাহিদার পিত্রালয়ে নাহিদাকে কিল, ঘুষি মেরে চুলের মুঠো ধরে দেওলের গায়ে ধাক্কা দেওয়ায় গুরুত্বর জখম হয় ও নাহিদা জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্বামী আশরাফুল কেটে পড়ে। মামলার স্বাীগণ নাহিদা নাসরিনকে হাসপাতালে ভর্তি করে। সুস্থ্য হওয়ার পরে থানায় অভিযোগ দায়ের করে। থানাপ আদালতে মামলা করার নির্দেশ দিলে নাহিদা নাসরিন বাদী হয়ে স্বামী আশরাফুল, আশরাফুলের মা জহুরা খাতুন ও আশরাফুলের ভাই কামরুল ইসলাম এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আবেদন করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতীরা বিজ্ঞ বিচারক শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশ মোতাবেক সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম উভয়প কে হাজির করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করায় ও বাদীনির অভিযোগ সত্য প্রমান হওয়ায় আসামীরা দিশেহারা হয়ে বিয়ের রেজিষ্ট্রারকে অর্থের বিনিময় কাবিননামা গায়েব করার জন্য চাপ সৃষ্টি করছে। বাদিনী নাহিদা নাসরিন ২ বছরের শিশুকে নিয়ে আইনের সহায়তা পাওয়ার দাবিতে বিভিন্ন দপ্তরে দারে দারে ঘুরে বেড়াচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here