কলারোয়ায় ফের ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত

0
275

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার রিপোর্ট এসেছে আরও ২০ জনের। বৃহস্পতিবার (১০ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনের নমুনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। ্এরমধ্যে ২০ জনের রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার প্রাপ্ত র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট অনুযায়ী করোনা শনাক্তকৃত ২০ ব্যক্তি হলেন: কলারোয়ার চান্দা গ্রামের হাসান রেজা (৩৩) ও সাবেকুন্নাহার (২৭), সোনাবড়িয়া গ্রামের আব্দুর রহিম (৫৫), রায়টা গ্রামের নজরুল ইসলাম (৪৫), শাহাপুর গ্রামের শহিদুজ্জামান (৩০), ধানঘরা গ্রামের সেলিনা হোসেন (৫৫), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের লুৎফর রহমান (৫৭),কলারোয়া ই্উএনও অফিসের পরিমল কুমার (৩৫), উপজেলার আলাইপুর গ্রামের কামরুল আলম (৩২), কুশোডাঙ্গা ইউনিয়নের আনোয়ারা (৪৮), গণপতিপুর গ্রামের জিয়াউর রহমান (৩৪), আটুলিয়া গ্রামের মফিজুল ইসলাম (৪০), কয়লা গ্রামের আদনান (৭), এই গ্রামের রাবেয়া আক্তার (৪৩), ব্রজবাকসা গ্রামের আশরাফ আলি (৫৫), পৌরসভাধীন মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৯), তুলসীডাঙ্গা গ্রামের তাহমিনা (৩৭) ও নুর আমিন (৪৭), উপজেলার শ্রীপতিপুর গ্রামের ফারহানা (১৯), দিগং গ্রামের তানজিয়ারা খাতুন (৩৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here