পাটকেলঘাটা থানা সদরে কড়া লকডাউন পালিত হচ্ছে

0
307

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা থানা সদর সহ আশে পাশের ছোট ছোট বাজারগুলোতে কড়া লকডাউন পালিত হচ্ছে। নিতান্তই কোন কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারন মানুষ। সাতক্ষীরা জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী পাটকেলঘাটায় শিশু খাদ্যের দোকান ও কাঁচামালের দোকান সকাল থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন। ঔষদের দোকান, ডাক্তার চেম্বার নিয়মিত সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকতে দেখা যায়। এদিকে বস্ত্রালয়, হাড়ি পাতিল, গার্মেন্টস, জুতা, মুদি দোকান, হোটেল রেস্তরা, চায়ের দোকান, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, কম্পিউটার, রড সিমেন্ট এর দোকান নিয়মিত বন্ধ থাকতে দেখা যায়। পাটকেলঘাটা থানা পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুধু মালবাহী ট্রাক ছাড়া গণপরিবহন, দূরপাল্লার পরিবহন চলতে দেখা যায়না। মাঝে মধ্যে দু-একটা ইজিবাইক, ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান চলাচল করতে দেখা যায়। তবে পুলিশের নজরে পড়লে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। অপর দিকে কিছু নিম্ন আয়ের মানুষেরা অতি কষ্টে দিন যাপন করছে। এরা না পারে উপরে উঠতে, না পারে নিচে নামতে, দিন আনে দিন খায় এদের কোন আয়ের উৎস নেই। তার পরও এদের রয়েছে কিস্তির জ্বালা। ৬ দিনের মাথায় পরিশোধ করতে হয় কিস্তির টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here