কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনশীল ঘর প্রাপ্তদের করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

0
294

শেখ ইমন হোসেন কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির নির্দেশনা মোতাবেক মুজিব বর্ষ উপলে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন ও গৃহহীনের প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ের ঘরে বসবাসকারীদের খোঁজখবর নেওয়া হয়। ঘরের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করে ত্রুটি-বিচ্যুতি যাচাই করেন। সুন্দর লোকেশনে টেকসইভাবে নির্মাণ করা হয়েছে ঘরগুলি। বসবাসকারী সকলেই ঘর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। লকডাউন উপলে কর্মহীন হয়ে যাওয়ায় ঐসকল ঘরে বসবাসকারীদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হতে প্রদত্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। নলতা ইউনিয়নের বাবুরাবাদসহ বেশ কয়েকটি স্থানে কর্মহীন হয়ে পড়া লোকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি। উপজেলা নির্বাহি কর্মকর্তা তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া দরিদ্র পরিবার খাদ্য সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here