লিচু বাগানে নব বিবাহিত যুবকের ঝুলন্ত লাশ

0
279

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর ॥ যশোরের মনিরামপুরে লিচু গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রোববার (৪জুন) বেলা ১০ টার দিকে স্থানীয়রা মুন্সিখানপুর গ্রামের কাসেম সানার বাগানে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। নিহত শরিফুল ইসলাম (২০) উপজেলার লাউড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ছোটবেলা থেকে মায়ের সাথে উপজেলার সাতনল গ্রামে নানা সুলতান মোল্লার বাড়ি থাকতেন তিনি। লাশের প্যান্টের ভিতর দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। প্রতদর্শীদের ধারণা কেউ ওই যুবককে হত্যা করে লাশ বাগানে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন। শরিফুল মনিরামপুর বাজারে একটি টেইলার্সের দোকানি কাটিং মাষ্টার হিসেবে কাজ করতেন। তিনমাস আগে তিনি বিয়ে করেছেন। নিহতের মামা নজরুল ইসলাম বলেন, বাজারে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর রাতে বাড়ি ফেরেনি। সকালে তার লাশের খবর পাই। তিনি বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে কেউ ওকে খুন করে ঝুলিয়ে রেখেছে। ওর সাথে কারো শত্রুতা ছিলনা। মনিরামপুর থানার ওসি রফিফুল ইসলাম বলেন, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here