সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতকালে নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় কিটনাশক আটক

0
343

মোংলা প্রতিনিধি : মোংলায় সুন্দরবনের গহিনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুত কালে বিপুল পরিমান ভারতীয় কিটনাশকসহ বরফ বোঝাই নৌকা ও জাল উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার গভীর রাতে বনের জোংড়া অফিস সংলগ্ন কেউনার খালের মোহনা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে এর সাথে সংশ্লিষ্ট কোন জেলে বা দূর্বৃত্তকে আটক করতে পারেনি বনরক্ষীরা। বন বিভাগ সুত্রে জানায়, গত ১ জুলাই থেকে সুন্দরবনের নদী ও খালে সকল ধরনের মাছ শিকার করা বন্ধ ঘোষনা করেছে সরকার। তাই এখানকার কিছু অসাধু জেলে বেশধারী দূর্বৃত্ত ও বিষ দস্যুরা কিটনাশক দিয়ে বনের গহীনে মাছ শিকারের চেষ্টা করে। তাই পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের জোংড়া খালের অপর দিকে একটি ছোট খাল দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় একটি নৌকা সহ বিপুল পরিমাণ বিষ আটক করা হয়েছে। (৬জুলাই) দিনগত রাত ২ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর অভিযান চালানো হয়। এসময় একটি নৌকা পশুর নদী দিয়ে বনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে বন রক্ষীরা ধাওয়া করে। বরফ বোঝাই নৌকা ফেলে নদী সাঁতরিয়ে বনে উঠে ৩/৪ জন দূুর্বৃত্ত পালিয়ে যায়। জব্দকৃত নৌকায় তল্লাশী চালিয়ে ১৬ বোতল ভারতীয় কিটনাশক, এক কেজি ওজনের ৬ পাকেট গুড়ো বিষ, যা দিয়ে অবৈধ ভাবে ব্যবহার করে সাদা মাছ শিকার করা হয়। এচাড়া একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here